শতভাগ ফিট নন সাকিব, তবে আশাবাদী কোচ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১২ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফিরে তিন দিন অনুশীলন হয়ে গেছে। বোলিং অনুশীলন, লম্বা সময় ব্যাটিং অনুশীলন, ফিটনেস ট্রেনিং সবই চলছে। তবে এখনও শতভাগ ম্যাচ ফিট নন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য জোর দিয়েই বললেন, টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেল বলে আশাবাদী তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে টান লাগে সাকিবের। কয়েকদিন বিশ্রামের পর স্ক্যান রিপোর্টে সবুজ সঙ্কেত পেয়ে তিনি অনুশীলনে ফেরেন শনিবার। সেদিন লম্বা সময় ব্যাটিং করলেও বোলিং করেননি। তবে পরদিন ব্যাটিং-বোলিং সবই করেন।
আজ সোমবার দুপুরেও বাংলাদেশের দলের অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে সাকিবকে। যথারীতি নিজেকে ঝালিয়ে নিয়েছেন ব্যাটে-বলে। তবে শঙ্কার মেঘ যে পুরোপুরি কেটে যায়নি, অনুশীলন শেষে জানালেন ডমিঙ্গো।
“ সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে।”
“তার প্রস্তুতি অবশ্য খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনও সে শতভাগ ফিট নয়, তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে, সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।”
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সবশেষ টেস্ট ছিল সাকিবেরও সবশেষ টেস্ট। নিষেধাজ্ঞা শেষে আবার এই সিরিজ দিয়েই তিনি ফিরছেন টেস্ট ক্রিকেটে। ডমিঙ্গো জানালেন, ফিট হয়ে উঠতে চেষ্টার কমতি রাখছেন না সাকিব।
পুনর্বাসনে সে কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, কিছু বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী যে, সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে। আগামীকাল বুধবার থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।