সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০১ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:০৩ পিএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা নিয়ে গত ২ জানুয়ারি দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ।
আজ রবিবার হাসপাতাল ছেড়েছেন ভারতীয় ক্রিকেটের শক্ত এই ব্যক্তিত্ব।
হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, সৌরভ এখন পুরোপুরি সুস্থ। বাসায় ফিরতে কোনো অসুবিধা নেই তার। তবে বিশ্রামে থাকতে হবে তাকে।
গত ২ জানুয়ারি বাড়ির ট্রেডমিলে দৌড়ানোর সময় বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করানো হয় সৌরভকে। জানা যায়, হালকা হার্ট অ্যাটাক হয়েছিল তার। হৃদযন্ত্রের ধমনিতে দুটি ব্লক ধরা পড়ে সৌরভের। প্রথম দফাতে তাতে একটি স্টেন্ট পরানো হয়। পরে আবারও স্টেন্ট পরাতে হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
২৭ জানুয়ারি আবারও দেখা দেয় বিপত্তি। আবারও বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করানো হয় সৌরভকে। পরের দিন হৃদযন্ত্রে আরও দুটি স্টেন্ট পরানো হয় তার। হাসপাতালে ছিলেন সেই ২৭ তারিখ থেকেই। আজ পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরলেন কলকাতার মহারাজ।