নির্বাচক হয়ে জাতীয় দলে ফিরলেন রাজ্জাক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৬ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:১৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্ভরযোগ্য সদস্য আব্দুর রাজ্জাক ফের ফিরলেন নতুন দায়িত্ব নিয়ে। বাঁহাতি এই স্পিনারকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের পাশাপাশি তৃতীয় নির্বাচক হিসেবে দেখা যাবে রাজ্জাককে।
গত ২৭ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ৯ম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পর সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘হ্যাঁ, আব্দুর রাজ্জাক আমাদের ন্যাশনাল সিলেক্টর।’
বিষয়টি নিশ্চিত করে রাজ্জাক বলেন, ‘সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছি। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো।’
দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়লেও এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪ উইকেট নিয়ে দেশি বোলারদের শীর্ষে রয়েছেন রাজ্জাক।
রাজ্জাক সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে ঢাকায় খেলেছিলেন তিনি। আর ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচে দেখা গেছে লাল-সবুজের জার্সিতে। একই সিরিজে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
ক্যারিয়ারে ১৩টি টেস্টে ২৮ উইকেট শিকার করেছেন রাজ্জাক। তবে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। ক্যারিয়ানে ১৫৩টি ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ২০৭টি উইকেট। এছাড়া ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট ৪৪টি।