সেরা করদাতা মাশরাফি-সাকিব-তামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেও শীর্ষ স্থানটি হাতছাড়া হতে দেননি তিনি। ক্রিকেট মাঠের বিশ্বসেরা সাকিব করদাতা হিসেবেও সেরার মুকুটটি হাতছাড়া করেননি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরের জন্যও খেলোয়াড় শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। শুধু কি তা-ই, এরই মধ্যে করের মাঠেও সেরা করদাতা হিসেবে হ্যাটট্রিক করে ফেলেছেন সাকিব।
খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার। তারা হলেন, কর অঞ্চল-১ এর তামিম ইকবাল, কর অঞ্চল-৭ এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল-১ এর মাশরাফি বিন মর্তুজা।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে এনবিআর।
সেরা করদাতা হিসেবে ব্যক্তি, কোম্পানি তিন ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য ১২ এই (তিন) ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়ার জন্য ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হয়।