আধুনিক ক্রিকেটে মানিয়ে নিতেই সাকিবের ‘পরিবর্তন’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৮ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৫৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আধুনিক ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন তিনি, তাতে কোনো সন্দেহ নেই। সাকিব আল হাসানের ক্ষুধা অবশ্য তাতেই মেটার নয়। আধুনিক ক্রিকেটে নিজেকে আরও মানানসই করতে কিঞ্চিৎ পরিবর্তন এনেছেন নিজের বোলিংয়ে।
নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব মাঠে ফেরেন গত নভেম্বরে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর প্রত্যাবর্তনে খেলে ফেললেন একটি ওয়ানডে সিরিজে। ৩-০ ব্যবধানে জেতা এই ওয়ানডে সিরিজে স্পষ্ট হয়েছে সাকিবের একটি ‘পরিবর্তন’। প্রত্যাবর্তনে সাকিবের এই পরিবর্তন তার বোলিংয়ে। বিগত সময়ে বল করতেন সাইড আর্ম অ্যাকশনে। এবার দেখা যাচ্ছে, বল ছাড়ছেন বেশ ওপর থেকে। এতে বেড়েছে বোলিংয়ের বৈচিত্র্য।
এই পরিবর্তনের কারণ নাকি এটাই- আধুনিক ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নেয়া। এমন দাবি করে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে গেলে আপনাকে প্রতিনিয়তই পরিবর্তন করতে হবে। আমিও সেগুলোই করার চেষ্টা করছি।’
তিনি এখনো সেরাদের কাতারে, হয়ত থাকবেন আগামী কয়েক বছরও। তবুও সাকিব যেন নিজেকেও ছাড়িয়ে যেতে চান, পারফরম্যান্সে দিতে চান আরও শাণ। তাই শুধু বোলিং নয়, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে রাজি ব্যাটিংয়েও।
তিনি বলেন, ‘বোলিং-ব্যাটিং দুই জায়গাতেই যেখানে মনে হচ্ছে ইনপুট করলে আমি আরও ৫-১০ ভাগ ভালো খেলোয়াড় হতে পারব, সেটাই চেষ্টা করছি।’
ক্যারিবীয় সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ জিতেছে সিরিজের সবগুলো ম্যাচ। সাকিবের প্রত্যাশা, এই সিরিজের পারফরম্যান্স নিউজিল্যান্ডেরর মাটিতে টাইগারদের কঠিন সিরিজে আত্মবিশ্বাস জোগাবে।
তিনি বলেন, ‘অনেকদিন পর যখন সিরিজ হয় আর ভালোভাবে সেটা শেষ করা যায় তা সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ভেতর আলাদা একটা আত্মবিশ্বাস তৈরি করে দেয়। নিউজিল্যান্ড সফরে এই পারফরম্যান্স অনেক সহায়তা করবে। যদিও নিউজিল্যান্ড আমাদের জন্য সবসময় একটা কঠিন জায়গা। তাও এই জয়গুলো আমাদের ভালো করতে অনেক সাহায্য করবে।’