দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৫ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০২:০৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম দিনে পাকিস্তানি বোলাররা দলকে ভালো শুরু এনে দেয়, তবে ব্যাটসম্যানরা দিনটা ভালোভালোই শেষ করতে পারেননি। স্বাগতিক বোলারদের তোপে ২২০ রানেই অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমে দিনশেষে পাকিস্তানে সংগ্রহ ৪ উইকেটে ৩৩ রান।
করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩০ রানে শাহীন আফ্রিদির আঘাতে প্রথম উইকেট হারায় তারা। ১৩ রানে ফিরে যান এইডেন মার্করাম। তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতেই থাকে দক্ষিণ আফ্রিকানরা।
র্যাসি ফন ডার ডুসেন (১৭), ফাফ ডু প্লেসি (২৩) ও কুইন্টন ডি কক (১৫) বিদায় নেন দলীয় ১৩৬ রানের মধ্যেই। একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া-আসা দেখতে থাকা ডিন এলগার অভিষিক্ত নোমান আলির শিকারে পরিণত হন। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে বিদায় নেন এলগার।
জর্জ লিন্ডের ব্যাট থেকে আসে ৩৫ রান। কাগিসো রাবাদা অপরাজিত থাকেন ২১ রানে। দক্ষিণ আফ্রিকানরা গুটিয়ে যায় ২২০ রানে।
পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ ৩টি, শাহীন ও নোমান ২টি করে এবং দলে ফেরা হাসান আলি শিকার করেন একটি উইকেট।
শেষ সেশনে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। আবিদ আলি (৪) ও অভিষিক্ত ইমরান বাট (৯) দুইজনকেই সাজঘরের পথ দেখান রাবাদা। দলীয় ২৬ রানে বাবর আজমকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন কেশব মহারাজ। নাইটওয়াচম্যান শাহীনকে আউট করেন অ্যানরিখ নরকিয়া।
৩৩ রানে ৪ উইকেট নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আজহার আলি ও ফাওয়াদ আলম। পাকিস্তানের কেউই এখনো দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ২২০/১০ (১ম ইনিংস)
এলগার ৫৮, লিন্ডে ৩৫, ডু প্লেসি ২৩, রাবাদা ২১*;
ইয়াসির ৩/৫৪, নোমান ২/৩৮, শাহীন ২/৪৯।
পাকিস্তান ৩৩/৪ (১ম ইনিংস)
ইমরান ৯, বাবর ৭, আজহার ৫*, ফাওয়াদ ৫*;
রাবাদা ২/৮, মহারাজ ১/০, নরকিয়া ১/২০।
দক্ষিণ আফ্রিকা ১৮৭ রানে এগিয়ে।