চুক্তিকৃত অর্থ ছাড়াই কলকাতা মোহামেডানে খেলছেন জামাল ভূঁইয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৮ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাইফ স্পোটিং থেকে কলকাতা মোহামেডানে ধারে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। শোনাগেছে মাসে সাত হাজার ইউএস ডলার বেতনে কলকাতা মোহামেডানে খেলতে গেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে চুক্তি যাইহোক তিন ম্যাচ খেলে ফেললেও এখনো কোন অর্থ পাননি জামাল। শুধু জামাল ভূঁইয়া একানন কলকাতা মোহামেডানের চুক্তিকৃত কোন ফুটবলারই চুক্তিকৃত অর্থ পাননি এখনো।
এরিমধ্যে আই লীগে তিনটি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা মোহামেডান। তিন ম্যাচে দলটির সংগ্রহ পাঁচ পয়েন্ট। তিন ম্যাচ পেরিয়ে গেলেও কারো কোন পারিশ্রমিক দিচ্ছেনা ক্লাব কর্মকর্তারা। পারিশ্রমিক না পাওয়ায় গত বুধবার অনুশীলন বয়কট করে ফুটবলাররা।
ক্লাব কর্তাদের আশ্বাসে অবশ্য বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন তারা। কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘আমরা এই মৌসুমে ভালো পৃষ্ঠপোষক পেয়েছিলাম। এজন্যই ভালো দল গড়েছি। কিছুটা সমস্যা হয়েছিল সেগুলো অনেকটাই কাটিয়ে উঠছি। খুব দ্রুত ফুটবলারের সম্মানী দেয়া হবে।’
ক্লাব সুত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি চতুর্থ ম্যাচের আগের দিন পারিশ্রমিকের কিছু অংশ পাবেন জামালরা।