ক্যারিবিয়ান লিগে দল পেলেন সাকিব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩০ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৯ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরেও খেলবেন না তিনি। বিসিবি তাকে বিশ্রাম দিয়েছে। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলবেন সাকিব।
জিম্বাবুয়ে সিরিজের পরই শুরু হবে সিপিএল। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিসিবি থেকেও ছাড়পত্র পেয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এর আগে ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সর্বশেষ সিপিএল খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০১৮ সালেও একই দলের হয়ে খেলেন। ২০১৬ ও ২০১৭ মৌসুমে খেলেন জ্যামাইকা তালাওয়াস দলে।