সাধারণ দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ এএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০১:৫৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অনুরূপ ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডÑ বিসিবি। যেহেতু অতিমারিকালে সিরিজটি মাঠে গড়াচ্ছে সেহেতু প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্তে পৌঁছেছে টাইগার ক্রিকেট প্রশাসন।
তবে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সররা এর আওতামুক্ত থাকছেন। সিরিজে তাদের জন্য সীমিত পরিসরে বসার ব্যবস্থা রেখেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি বলেন, ‘বাই রোটেশন কিছু সাবেক ক্রিকেটার আছে, অধিনায়ক আছে, অতিথি আছে, স্পন্সররা আছে তাদের আমরা আমন্ত্রণ জানাবো তবে এটা খুবই সীমিত। তবে সাধারণ দর্শকদের আমরা অ্যালাও করছি না।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি :
১৮ জানুয়ারি : বিকেএসপিতে একদিনের প্রস্ততি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা।
২০ জানুয়ারি : প্রথম ওয়ানডে : মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে : মিরপুর শের- ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২৫ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৮-৩১ জানুয়ারি : চার দিনের প্রস্তুতি ম্যাচ : এম এ আজিজ স্টেডিয়াম।
৩-৭ ফেব্রুয়ারি : প্রথম টেস্ট : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১১-১৫ ফেব্রুয়ারি : দ্বিতীয় টেস্ট : মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।