ভারতের ‘ভুলে’ পাওয়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে টানলেন লাবুশেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১০ এএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:৩৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চোটে একে একে ঝরে গেছেন ভারতের বোলাররা। পেসারদের সঙ্গে তাল মিলিয়ে স্পিনাররাও গেছেন ছিটকে। সোজা কথায় ব্রিসবেন টেস্টে ‘দ্বিতীয় সারির’ বোলারদের নিয়ে নেমেছে ভারত। অথচ তাদের সামনেই খেই হারালো অস্ট্রেলিয়ার টপ অর্ডার! বিপদে পড়া স্বাগতিকদের টেনে তুলেছেন মার্নাস লাবুশেন। চমৎকার ব্যাটিংয়ে পেয়েছেন সেঞ্চুরি, অবশ্য তাতে ভারতীয় ফিল্ডারদের ‘অবদানও’ কম নয়!
টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পেয়েছেন লাবুশেন। তার ১০৮ রানে ভর করে ব্রিসবেনের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে অস্ট্রেলিয়া। দিন শেষ করেছে তারা ৫ উইকেটে ২৭৪ রানে। দ্বিতীয় দিন শুরু করবেন অধিনায়ক টিম পেইন (৩৮*) ও ক্যামেরন গ্রিন (২৮*)।
অস্ট্রেলিয়া সফরে হাসপাতালে রূপ নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে বোলিং বিভাগের অবস্থা সবচেয়ে নাজেহাল। মোহাম্মদ সামি ও উমেশ যাদব ছিটকে গেছেন আগেই। তাদের সঙ্গী হয়েছেন আরেক মূল পেসার জসপ্রিৎ বুমরা। চতুর্থ টেস্টে তার সঙ্গে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও নেই। চোটের মিছিলে অভিষেক হয়ে গেছে পেসার টি নাটারঞ্জন ও স্পিনার ওয়াশিংটন সুন্দরের।
অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়েও শুরুতে অস্ট্রেলিয়াকে চেপে ধরে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ১৭ রানে হারায় দুই ওপেনারকে। চোট কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নার আবারও ব্যর্থ। মাত্র ১ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। খানিক পর তার পথ ধরেন মার্নাস হ্যারিস। শার্দূল ঠাকুরের বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান।
ওই জায়গা থেকে আবার দাঁড়িয়ে গিয়েছিল স্টিভেন স্মিথ-লাবুশেন জুটি। যদিও ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি স্মিথ। অভিষিক্ত সুন্দরের বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৮৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া স্বাগতিকদের টেনে তোলেন লাবুশেন ও ওয়েড।
যদিও অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়তো যদি ভারতীয় ফিল্ডাররা নিজেদের সেরাটা দিতে পারতেন। তাহলে সেঞ্চুরির আনন্দেও মাততে পারতেন না লাবুশেন। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান দুইবার জীবন পেয়েছেন আজিঙ্কা রাহানেদের সৌজন্যে। ৩৭ ও ৪৮ রানে বেঁচে গিয়ে তিনি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
এই ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে ওয়েডের সঙ্গে গড়েন ১১৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। দারুণ ব্যাটিংয়ে লাবুশেনকে সঙ্গ দেওয়া ওয়েড প্যাভিলিয়নে ফেরেন ৪৫ রান করে, অভিষিক্ত নাটারঞ্জনের প্রথম শিকার হয়ে। খানিক পর ভারতীয় এই পেসারের বলেই আউট হয়ে যান লাবুশেন। ফেরার আগে ২০৪ বলে ৯ বাউন্ডারিতে করেন ১০৮ রান।
প্রথম দিনে ভারতের সবচেয়ে সফল বোলার নাটারঞ্জন। এই পেসার ৬৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন সিরাজ, শার্দূল ও সুন্দর।