বোমা বিস্ফোরণে আহত ব্রাজিলের ৩ ফুটবলার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকা পড়েছে ব্রাজিলের অনেক ফুটবলার। বেঁচে থাকার আকুতি জানিয়ে নিজ দেশের সরকারকে বার্তা পাঠিয়েছেন তারা। মহাবিপদের মধ্যে আরেকটি বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল। টিম বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন দেশটির তিনজন ফুটবলার। তবে ইউক্রেনে অবস্থানরত কোনো ফুটবলার নয়, ব্রাজিলের ‘এস্পোর্তে ক্লাব বাহিয়া’-এর বাসে ঘটে বিস্ফোরণের ঘটনাটি।
ঘটনা বৃহস্পতিবার রাতের। ম্যাচ খেলতে যাওয়ার সময় বাসে বিস্ফোরণ ঘটে। বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে টিম বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। রক্তে ভরে গেছে বাসের বেশ কয়েকটা সিট।
ক্লাবটি জানায়, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। এতে তাদের গোলরক্ষক দানিলো ফার্নান্দেজ মুখে গুরুতর আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে। আরও আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো। পরে ক্লাবটি জানায়, আহতদের সবাই আশঙ্কামুক্ত। গোলরক্ষক ফার্নান্দেস মুখে একাধিক আঘাত পাওয়ায় রাতে তাকে হাসপাতালে থাকতে হয়।
বাহিয়া স্টেট পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত জারি রেখেছে। কর্তব্যরত পুলিশ ভিক্টর স্পিনোলা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। ঘটনাস্থলে উপস্থিত খেলোয়াড় এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছি। ঘটনার পেছনে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বানানো বিস্ফোরকে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বোমা বাসে রেখেছে, সেটি এখনও জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের দাবি, বিস্ফোরণের ঘটনায় জড়িত বাহিয়া এফসিরই সমর্থকেরা। যারা ক্লাবটির থেকে আরো ভালো পারফরম্যান্স প্রত্যাশা করে। আর খেলোয়াড়দের ভালো পারফর্মে বাধ্য করতে বিস্ফোরণের মাধ্যমে ভয় দেখিয়েছে তারা। গত বছর ব্রাজিলের দ্বিতীয় বিভাগে অবনমন হয় বাহিয়ার। তাছাড়া শেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পায় তারা।
বাহিয়ার কোচ গুতো ফেরেইরা গণমাধ্যমকে বলেন, ‘এটা বোকামি। মানুষ বিশ্বাস করে যে এই ধরনের পদক্ষেপ একজন খেলোয়াড়কে ভয় দেখাবে, তাকে ভালো পারফর্ম করতে বাধ্য করবে। তারা সব সময়ই বলে, দলের কোচ এবং খেলোয়াড়রা ভালো মানের নয়। এরকম ঘটনা ঘটিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন না।’
দুর্ঘটনার পরও ম্যাচ খেলেছে বাহিয়া। সে ম্যাচে ২-০ গোলের জয়ও পায় তারা। ফেরেইরা বলেন, ‘ক্লাবের মর্যাদা এবং পেশাদারিত্বের জায়গা থেকে আমরা ম্যাচটি খেলেছি।’