সালজবুর্গের বিপক্ষে হারতে বসেছিল বায়ার্ন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। সেই তারাই কি না ইউরোপের আঙিনায় পুঁচকে সালজবুর্গের বিপক্ষে প্রায় হারতে বসেছিল। তবে শেষ মুহূর্তে কিংসলে কোমানের গোলে রক্ষা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে টমাস মিলারের এসিস্ট থেকে সমতাসূচক গোল আদায় করে নেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে সালজবুর্গের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব খেলছে সালজবুর্গ। এদিন নিজেদের মাঠে শক্তিশালী বায়ার্নকে প্রায় হারিয়ে দিচ্ছিল তারা। ম্যাচের ২১ মিনিটেই নাইজেরিয়ান বংশোদ্ভুত ফরোয়ার্ড চুকুবুইকে আদামুর গোলে এগিয়ে যায় সালজবুর্গ। ৮৯ মিনিট পর্যন্ত তারাই লিডে ছিল।
সমর্থকদের মাঝেও যখন জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল ঠিক তখনই কিংসলে কোমানের গোলে সমতায় ফেরে বায়ার্ন।