হঠাৎ ঝড়ে ১২৪ রানেই শেষ ইংল্যান্ড, শেষ টেস্টেও বড় জয় অস্ট্রেলিয়ার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৫ এএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫৩ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিন- এই তিন বোলারের হাত ধরে ওঠা হঠাৎ ঝড়ে উড়ে গেলো ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। যার ফলে ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে গেলো ইংলিশরা। মাত্র তিনিদিনেই ১৪৬ রানের বিশাল জয়ে অ্যাশেজ সিরিজে ইংলিশদের এক কথায় হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।
৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে কেবল সিডনি টেস্ট ড্র করতে পেরেছিল জো রুটের দল। শেষ মুহূর্তে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন মিলে ড্র এনে দেয়ার ফলে সিরিজ ৫-০ হয়নি, হয়েছে ৪-০।
২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল ইংল্যান্ডের। ররি বার্নস আর জ্যাক ক্রাউলি মিলে গড়ে ফেলেন ৬৮ রানের জুটি। আজকের দিনের বাকি অংশ ছাড়াও টেস্টের আরও দুদিন বাকি। ইংল্যান্ড কী তবে টেস্ট জিতে যাবে? দুই ওপেনারের ব্যাটিং দেখে, এমনটাই ভাবতে শুরু করেছিল সবাই।
কিন্তু কীসের কি! পেস আক্রমণের ঝাঁজ শুরু হতেই ধরাশায়ী হয়ে গেলো ইংলিশরা। ক্যামেরন গ্রিন ভেঙে দেন উদ্বোধনী জুটির সব প্রতিরোধ। মিডিয়াম ফাস্ট গ্রিনের বলে বোল্ড হয়ে গেলেন বার্নস। ৪৬ বলে ২৬ রান করে আউট হন তিনি।
ডেভিড মালান এসে ক্রাউলির সঙ্গে জুটি বাধেন। ১৪ রানের জুটি গড়ার পর, দলীয় ৮২ রানের মাথায় ব্যক্তিগত ১০ রান করা ডেভিড মালান শিকার হলেন সেই গ্রিনেরই। এরপর জ্যাক ক্রাউলিও ফিরে গেলেন। গ্রিনের বলেই দলীয় ৮৩ রানের মাথায় তিনি আউট হলেন ব্যক্তিগত ৩৬ (৬৬ বলে) রান করে।
ক্যামেরন গ্রিনের বোলিং ঝাঁজ একটু কমতেই তার ব্যাটন তুলে নিলেন যেন মিচেল স্টার্ক আর স্কট বোল্যান্ড। জো রুট এবং বেন স্টোকসকে ফিরিয়ে দেন এরা দুজন। এরপর দৃশ্যপটে হাজির হন অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ফিরিয়ে দিলেন ওলি পোপকে।
স্টার্ক-গ্রিন থেমে গেলেও তান্ডব চলতে থাকে বোল্যান্ড এবং কামিন্সের। পরের চারটি উইকেট ভাগাভাগি করে নেন এই দুজনই। ফলে বিনা উইকেটে ৬৮ রান থেকে ইংল্যান্ড অলআউট হলো ১২৪ রানে। ৫৬ রানে পড়লো ইনিংসের সব ক’টি উইকেট।
কামিন্স, বোল্যান্ড এবং গ্রিন নিলেন মোট ৩টি করে উইকেট। ১টি নিলেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করার সুবাধে ম্যাচ সেরার পুরস্কার উঠলো ট্রাভিস হেডের হাতে। শুধু তাই নয়, সিরিজজুড়ে ৩৫৭ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারও জিতে নেন হেড।
হোবার্টের দিবা-রাত্রির এই টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৩ রান করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড করেন ১০১ রান এবং ক্যামেরন গ্রিন করেন ৭৪ রান। মার্নাস ল্যাবুশেন করেন ৪৪ রান।
জবাব দিতে নেমে প্যাট কামিন্স আর মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। কামিন্স ৪টি এবং স্টার্ক নেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ারও ভরাডুবি ঘটে। তারা অলআউট হয় ১৫৫ রানে। অ্যালেক্স ক্যারে সর্বোচ্চ ৪৯ রান করেন। মার্ক উড একাই নেন ৬ উইকেট এবং স্টুয়ার্ট ব্রড নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে তাই ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭১ রানের। কিন্তু ১২৪ রানেই গুটিয়ে গেলো ইংলিশরা।