ইনিংস ও ১৮২ রানের বড় জয় পেল অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৩৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বক্সিং ডে টেস্টে চার দিনেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানে হারিয়েছে তারা। প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ১৮৯ রানের বিপরীতে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অসিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করিতে পারেনি প্রোটিয়ারা, এবার ২০৪ রানেই থেমেছে তাদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নার।
১৫ রানে ১ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৪৭ রানে ভাঙে দ্বিতীয় উইকেট জুটি। সারেল আরভি ফিরেন ২১ রান করে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। ৬৫ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। ডি ব্রুইন ২৮ ও খায়া জন্ডো ফিরেন ১ রান করে রান আউটের শিকার হয়ে।
তবে এরপর খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে টেম্বা বাভুমা ও কাইল ভেরান্নে। তবে ভারান্নে ৩৩ করে ফিরলে ভাঙে তাদের ৬৩ রানের জুটি। জানসেন দ্রুত ফিরে গেলে এবার কেশভ মহারাজকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন বাভুমা। ১৩ রান করে ফিরেন কেশভ মহারাজ। পরের ওভারেই ৬৫ রান করে সাজঘরে ফিরেন বাভুমা। ১ রান যোগ করে মাঠ ছাড়েন রাবাদাও।
৩ রানে ৩ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তবে শেষ উইকেট জুটিতে ২৭ রান যোগ করেন এনরিখ নর্টজে ও লুঙ্গি এনগিডি। ১৯ করে লুঙ্গি এনগিডি আউট হলে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দুই ইনিংস মিলিয়েও হেরে যায় ১৮২ রান আর ইনিংস ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন নাথান লায়ন ও ২ উইকেট যায় বোল্যান্ডের ঝুলিতে।
এর আগে টসে জিতে অপ্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। যেখানে ক্যানেরন গ্রিনের ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ডেভিড ওয়ার্নারের ২০০ ও এলেক্স ক্যারির সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।