বিশ্বকাপে যাওয়ার আগে ভিসা জটিলতায় আফগানিস্তান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৭ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:২৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাওয়ার আগে ভিসা জটিলতায় ভুগছে আফগানিস্তান। যে কারণে যথাসময়ে ক্যারিবীয়তে যেতে পারেনি আফগান যুবারা। এর প্রভাব পড়েছে বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও। বাতিল করা হয়েছে আফগানদের প্রস্তুতি ম্যাচ দুইটি।
সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল আফগান যুবাদের। এরপর আরব আমিরাতের বিপক্ষে ছিল দ্বিতীয় ম্যাচ। এ দুইটি ম্যাচই বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ড ও আমিরাতের যুবাদের জন্য নতুন সূচি করা হয়েছে।
আফগানদের ভিসা জটিলতার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা কাজ করে যাচ্ছি। যেন দ্রুততম সময়ের মধ্যে ভ্রমণের অনুমতি পায় তারা।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অবস্থায় প্রস্তুতি ম্যাচগুলোর সূচি নতুন করে করা হয়েছে যেন ভেন্যুতে উপস্থিত দলগুলো ১৪ জানুয়ারি মূল আসর শুরুর আগে যথাযথ প্রস্তুতির সুযোগ পায়।’
ইংল্যান্ড ও আমিরাতের বিপক্ষে আফগানদের ম্যাচ বাতিল হওয়ায় এখন মঙ্গলবার (১১ জানুয়ারি) নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড-আমিরাত। টুর্নামেন্টের মূল আসরে আফগানিস্তানের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে।