আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন যে চার জন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ২৯ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৫৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
আরও একটি বছর শেষ হতে চলেছে। করোনার সব ভেস্তে যাওয়ার পর বাইশগজে ক্রিকেট ফেরার পর ২০২১ সালে অনেক রেকর্ডেরই সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব।
আর বছর জুড়েই ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন খেলোয়াড়রা। এবার সেই ক্রিকেটারদেরই স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আর সেটিরই ধারাবাহিকতায় বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য চার জনের নাম ঘোষণা করেছে আইসিসি।
তারা হলেন- ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। এই চার জনের মধ্যে যে কোনো একজন সেরা নির্বাচিত হবেন।
জানা গেছে, এ বছর মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। সেগুলো হলো- স্যার গ্যারি সোবার্স পুরুষ বর্ষসেরা ক্রিকেটার, র্যাচেল হেহো নারী বর্ষসেরা ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, নারী বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, নারী বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার, সেরা নারী উদীয়মান ক্রিকেটার, সহযোগী দলের পুরুষ বর্ষসেরা ক্রিকেটার, সহযোগী দলের নারী বর্ষসেরা ক্রিকেটার, স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড এবং আইসিসি বর্ষসেরা আম্পায়ার।