বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫১ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৯ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ফেডারেশন কাপের পরবর্তী আসরে খেলতে পারবে না বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। এবারের আসরে অংশ্রগ্রহণ না করায় এ দু'দলকে এ শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি উভয় ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানাও করেছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক বাফুফে।
এবারের ফেডারেশন কাপে না খেলায় এই শাস্তি পেয়েছে বসুন্ধরা ও উত্তর বারিধারা। সূচিতে অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে ফেডারেশন কাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে শনিবার (২৫ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় কিংসদের প্রতিপক্ষ ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কিন্তু ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে আসেনি অস্কার ব্রুজনের শিষ্যরা।
আর তাই স্বাধীনতা সংঘ মাঠে এসে হাজির হলেও প্রতিপক্ষ না আসায় খেলাটি পণ্ড হয়ে যায়। যদিও নিয়মানুযায়ী রেফারি মাঠে প্রবেশ করেন। মাঠে উপস্থিত একমাত্র দল স্বাধীনতা সংঘকে নিয়ে টসও অনুষ্ঠিত হয়। এরপর মিনিট পনেরোর মতো অপেক্ষা করে রেফারি শেষ বাঁশি বাজান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আমরা নিয়মানুযায়ী ১৫ মিনিট অপেক্ষা করেছি। বসুন্ধরা টিম মাঠে উপস্থিত না থাকায় ম্যাচ পরিচালনা সম্ভব হয়নি।