ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে মারা গেছেন আলজেরিয়ান ফুটবলার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৫ পিএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১১:০০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল আলজেরিয়ার ক্রীড়াঙ্গনে। ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা গেছেন ‘সুফিয়ান লুকার’ নামে এক ফুটবলার। মাঠে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কায় আহত হন সুফিয়ান। প্রাথমিক চিকিৎসায় সেরে উঠেছিলেন; কিন্তু ঘটনার কিছুক্ষণ পর হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান তিনি।
আলজেরিয়ার লীগ-২ টুর্নামেন্টে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় সুফিয়ানের মৌলুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ২৮ বছর বয়সী সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিলেন মৌলুদিয়াকে। স্থানীয় সংবাদমাধ্যম এপিএস জানায়, প্রথমার্ধের খেলা চলাকালীন মাঝ মাঠ থেকে গোলরক্ষকের দিকে ছুটে যাচ্ছিলেন সুফিয়ান। তখন গোলরক্ষকের সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় সুফিয়ানের।
প্রাথমিক চিকিৎসা নেয়ার পর আবার খেলতে শুরু করেন তিনি।
কিন্তু ১০ মিনিট যেতে না যেতেই লুটিয়ে পড়েন মাঠে। দ্রুতই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয় সুফিয়ানকে। কিন্তু ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই মারা যান তিনি। তার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।