ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে জালাল ইউনুস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০১ এএম, ২৫ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০১:১৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের প্রায় তিন মাসের মাথায় স্ট্যান্ডিং কমিটির পদ নির্ধারণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবি’র দ্বিতীয় বোর্ড সভায় পদ বণ্টন করা হয়।
বহুল আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। আকরাম খানের জায়গায় আসা জালাল ইউনুস আগের কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। এবারের কমিটিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন তানভীর আহমেদ টিটু। আকরাম পেয়েছেন ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব। যথারীতি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। বিপিএল গভর্নিং কাউন্সিলেও কোনো পরিবর্তন আনা হয়নি।
এই কমিটির চেয়ারম্যান থাকছেন শেখ সোহেল ও গ্রাউন্ডস কমিটিতে থাকছেন মাহবুব আনাম। নতুন স্ট্যান্ডিং কমিটি বাংলা টাইগার্সের দায়িত্ব দেয়া হয়েছে এনাম আহমেদকে। সিসিডিএম’র দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন চৌধুরী।
এ ছাড়া স্কুল ক্রিকেটে ওবায়েদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। বিসিবি’র গতকালের সভাতে বেতন বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের। দ্রুত ঢাকার আশপাশে জায়গা কিনে স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এ ছাড়া সারা দেশের স্টেডিয়ামগুলো নিজ উদ্যোগে সংস্কারের কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।