বিশ্বকাপে নেই বাংলাদেশের কোনো আম্পায়ার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৩ এএম, ৮ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মূল পর্বের আগে ওমানের মাঠে বাংলাদেশ মাঠে নামবে বাছাই পর্বে। সেখানে তিন ম্যাচ খেলবে টাইগাররা। এই তিন ম্যাচে কারা দায়িত্বে থাকবেন ম্যাচ পরিচালনার, ওই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এছাড়াও বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন এমন ১৬ জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে নেই বাংলাদেশের কেউ। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ৪ জন।
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে রিচার্ড কেটেলবেরা, আহসান রাজা, ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা বাংলাদেশের ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন। তিন ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার থাকবেন তারা
বাংলাদেশ-স্কটল্যান্ড (১৭ অক্টোবর)
মাঠের আম্পায়ার : রিচার্ড কেটেলবেরা, আহসান রাজা
থার্ড আম্পায়ার : ক্রিস গ্যাফানি
ফোর্থ আম্পায়ার : কুমার ধর্মসেনা
ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগালে
বাংলাদেশ-ওমান (১৯ অক্টোবর)
মাঠের আম্পায়ার : আহসান রাজা, ক্রিস গ্যাফানি
থার্ড আম্পায়ার : কুমার ধর্মসেনা
ফোর্থ আম্পায়ার : রিচার্ড কেটেলবেরা
ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগালে
বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (২১ অক্টোবর)
মাঠের আম্পায়ার : কুমার ধর্মসেনা, রিচার্ড কেটেলব্রো
থার্ড আম্পায়ার : আহসান রাজা
ফোর্থ আম্পায়ার : ক্রিস গ্যাফানি
ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগালে
বিশ্বকাপের ৪ ম্যাচ রেফারি : ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে ও জাভাগাল শ্রীনাথ।
বিশ্বকাপে আম্পায়ারিং করবেন মোট ১৬ জন, তারা হলেন ক্রিস ব্রাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমসা, ক্রিস গ্যাফানি, মাইকেল গাফ, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলব্রো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যাংটন রুসের, রড টাকার, জো উইলসন ও পল উইলসন।