মালদ্বীপে পা দিয়েই জ্বর সোহেলের, নেই শ্রীলঙ্কা ম্যাচে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৯ এএম, ১ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৫৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা। মালেতে আসার পর থেকে তিনি জ্বরে আক্রান্ত। জ্বরের জন্য প্রথম দিন অনুশীলনও করেননি। ম্যাচের আগের দিনও বিশ্রামে। ফলে তাকে ছাড়াই নামছে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।
আজ দুপুরে মালে স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন সোহেল ইস্যুতে বলেছেন, ‘সোহেলের বিকল্প আমাদের রয়েছে। আমরা ম্যাচের দিকেই নজর রাখছি।’ কোচ অস্কার ব্রুজন ৪-৩-৩ ফরমেশনে খেলাতে চান। এই ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সোহেল গুরুত্বপূর্ণ ছিলেন। অধিনায়ক জামাল ভূঁইয়া সোহেল সম্পর্কে বলেন, ‘সে অবশ্যই ভালো খেলোয়াড়। তবে তার জায়গা নেয়ার মতো খেলোয়াড় আমাদের রয়েছে।’ কোচ অস্কার ৪-৩-৩ ফরমেশনে সোহেলের জায়গায় সাদ উদ্দিনকে খেলানোর সম্ভাবনা বেশি।
সোহেলের মতো গতকাল দুপুরে অনুশীলনে করেননি ডিফেন্ডার রেজাউল করিম। হ্যানভিরু অনুশীলন মাঠে গতকাল ঘন্টা দেড়েক অনুশীলন করেছে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে অস্কার শ্রীলঙ্কার বিরুদ্ধে একাদশ ঠিক করবেন।