২৯ বছর পর কাদিজের কাছে বার্সার হার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৩৪ এএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:১৬ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
দীর্ঘ ১৫ বছর পর লা লিগায় ফিরেছে কাদিজ। ১৯৯১ সালের পর বার্সেলোনার বিপক্ষে জেতেনি একটা ম্যাচও। অন্যদিকে লা লিগার অন্যতম সেরা দল বার্সা। দুই দলের নাম, ভার ও শক্তিতে আকাশপাতাল তফাৎ। তবে শনিবার মাঠের খেলার দেখা গেছে উল্টো। লিগ ম্যাচে দুর্বল কাদিজের কাছে ২৯ বছর পর গতকাল ২-১ গোলে হেরেছে বার্সেলোনা।
গত ২১ নভেম্বর লা লিগায় অ্যাথলেতিকো মাদ্রিদের মাঠে হারের পর যেন নিজেদের ফিরে পেয়েছিল বার্সেলোনা। সবধরণের প্রতিযোগিতা মিলে জিতেছিল টানা তিনটি ম্যাচ। এই সময়ে গোল করেছিল ১১টি, বিপরীতে হজম করেনি একটিও।
তবে অ্যাওয়ে ম্যাচগুলোতে বেশ ভুগছিল বার্সা। সেই হতাশা এবার আরো বাড়ল। চলতি লিগে ১০ ম্যাচে এই নিয়ে চারটিতে হারল লিওনেল মেসির দল, যার তিনটিই প্রতিপক্ষের মাঠে।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। অষ্টম মিনিটে কর্নার থেকে ফালোর হেড ফ্লিকে আসা বল ঠেকাতে গিয়ে নিজেদের জালের দিকেই হেড করে বসেন দলটির তরুণ ডিফেন্ডার অস্কার মিনগেসা। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু গোললাইন থেকে টোকা দিয়ে বাকি কাজ সারেন হিমেনেস।
সপ্তদশ মিনিটে বার্সেলোনা সমতায় ফেরার সুযোগ পেলেও সফল হননি মার্টিন ব্রাথওয়েট। আট মিনিট পর মেসির ফ্রি-কিক লাফিয়ে ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক লোদেসমা।
প্রথমার্ধের প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে বার্সেলোনা। ঘর সামলাতে ব্যতিব্যস্ত কাদিসের সব খেলোয়াড় অধিকাংশ সময়ই ছিল নিজেদের সীমানায়। তবে গোলের দেখা পাচ্ছিল না কাতালান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ডি-বক্সে মেসির পাস পেয়ে শট নেন জর্দি আলবা। কাদিজ ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে দিক পাল্টে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।
তবে পিছিয়ে পড়তে বেশি সময় নেয়নি বার্সা! ৬৩তম মিনিটে নিজেদের আরেক ভুলে আবারো পিছিয়ে পড়ে তারা। নিজেদের ডি-বক্সে থ্রোয়িং করেছিলেন আলবা, কিন্তু বল পায়ে নিতে পারেননি ক্লেমো। দলকে বিপদমুক্ত করতে ছুটে আসেন টের স্টেগেন কিন্তু তিনিও পারেননি। ফলে ঠান্ডা মাথায় প্রথম ছোঁয়ায় বল কেড়ে নিয়ে দ্বিতীয় ছোঁয়ায় স্কোরশিটে নাম তোলেন স্প্যানিশ ফরোয়ার্ড নেগ্রেদো।
ম্যাচে ফিরতে শেষ ১৫ মিনিটে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তবে সফলতার মুখ দেখেনি। ফলে হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠেছে কাদিজ। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা।
রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারানো অ্যাথলেতিকো মাদ্রিদ ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৪।