অলিম্পিকে খেলবেন ফেদেরার ও জকোভিচ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৪ এএম, ৩ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
টেনিসের একের পর এক বড় তারকা নাম প্রত্যাহার করে নিচ্ছেন টোকিও অলিম্পিক থেকে। তবে এর মাঝে আয়োজকদের জন্য এলো স্বস্তির খবর। মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটিতে খেলবেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ এবং ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার। এছাড়া মেয়েদের র্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টি ও জাপানের নাওমি ওসাকাও টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের তালিকায় আছেন। গত ফরাসি ওপেনে গণমাধ্যম বয়কট করা নিয়ে বিতর্কের জেরে টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। এরপর চলমান উইম্বলডনেও খেলছেন না তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য অলিম্পিক দিয়েই চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ২৩ বছর বয়সী এই খেলোয়াড় কোর্টে ফিরতে যাচ্ছেন। ২০১৬ সালের রিও দি জেনেইরো অলিম্পিকে মেয়েদের এককে সোনা জয়ী পুয়ের্তো রিকোর মনিকা পুইগ এবার চোটের কারণে খেলবেন না। তবে অলিম্পিকের পুরুষ এককে টানা তৃতীয় সোনার পদক জয়ের লক্ষ্যে নামবেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। টোকিও অলিম্পিকের টেনিসে প্রতিনিধিত্ব করবেন মোট ৪৬টি দেশের খেলোয়াড়রা। ২৪ জুলাই শুরু হয়ে এই ইভেন্ট শেষ হবে আগামী ১ আগস্ট। আগেই প্রতিযোগিতাটিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন অলিম্পিকে একক ও দ্বৈতে একটি করে সোনা জেতা রাফায়েল নাদাল ও চারবারের সোনা জয়ী সেরেনা উইলিয়ামস। এছাড়া সরে দাঁড়িয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক টিম ও দুই বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিমোনা হালেপও।