গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩ জনে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৫৭ পিএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের চলমান হামলায় নতুন করে ১১ জন নিহত হয়েছেন। এর ফলে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩ জনে।
আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে। এছাড়া হামলায় আরো চার শ’ ৮৭ জন আহত হয়েছেন।
অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুলি বসতি স্থাপনে গত ২৫ এপ্রিল ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদুল আকসা থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরাইলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে অন্তত এক হাজার পাঁচ শ’ রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানে। বৃহস্পতিবার পর্যন্ত এতে এক সৈন্যসহ অন্তত ছয় ইসরাইলি নিহত হয়েছেন এবং আরো ৪৫ জন আহত হয়েছেন।
হামাসের রকেট হামলার পর ইসরাইল সোমবার রাত থেকেই গাজায় বিমান হামলা শুরু করে।