শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২৫ পিএম, ৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৪৯ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতি জানিয়েছেন, তার দেশে ২৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩শ এর অধিক।
অন্যদিকে সিরিয়ায় কমপক্ষে ২৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩৯ জন।
সিএনএন বলছে, তুরস্ক-সিরিয়াজুড়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫২১ জন।
তুরস্কে আঘাত হানা এই ভূমিকম্প দেশটির ১০০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী। এই ভূমিকম্পনের ফলে এই অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়। এতে বহু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর অঞ্চলের বাসিন্দা রাস্তায় আশ্রয় নেন। এখন পর্যন্ত এক হাজার সাতশতের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
শক্তিশালী ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের প্রতি সমবেদনা জানিয়েছেন।