গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ১০:৩৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস গুজব ছড়ানো অব্যাহত রেখেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালেও এক খবরে বাংলাদেশে তিনটি হিন্দু মন্দিরে ভাংচুর করার গুজব ছড়িয়েছে তারা।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে তারা বলছে, দিনাজপুর ও ময়মনসিংহের হালুয়াঘাটে এসব ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিতে খবরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের বরাতও দেয়া হয়েছে।
এছাড়া আজহারুল (৩৭) নামের একজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন ওসি আবুল খায়ের।
হিন্দুস্তান টাইমস আরো ছড়াচ্ছে, ৮ ডিসেম্বর অবধি ২ হাজার ২ শ হিন্দু নিপীড়নের ঘটনা ঘটেছে।