২৫ শিশুসহ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করলো শ্রীলঙ্কার নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৪:০৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মাছ ধরার নৌকায় ভাসছিলেন শতাধিক রোহিঙ্গা। এদের মধ্যে ২৫ শিশু। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার থেকে ১০২ জন রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মাছ ধরার নৌকায় ভাসছিলেন ভারত মহাসাগরে।
মিয়ানমারের এসব রোহিঙ্গাদের শ্রীলঙ্কার নৌবাহিনী শুক্রবার সকালে উদ্ধার করে ত্রিনকোমালি বন্দরে নিয়ে আসে।
ক্ষুধার্ত, পীড়িত, রুগ্ন রোহিঙ্গাদের চিকিৎসা সেবা, পানি ও খাদ্য দেয়া হয়েছে।