দ্য ইকোনমিস্ট : বাংলাদেশ বর্ষসেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০২:০২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রতিবছরের মতো চলতি বছরও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। তারাই ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে। গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছেন স্বৈরশাসক গণহত্যাকারী শেখ হাসিনা। স্বৈরাচার সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টিই বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে।
সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরাল বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ। রানারআপ সিরিয়া। এ বছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়াও অন্য দেশগুলো হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা।