ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৯
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৬:৫০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইয়েমেন নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি বলছে, ইসরায়েলি হামলায় আস-সালিফে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বাকি দুইজন রাস ইসা তেল স্থাপনায় নিহত হয়েছে।
আল মাসিরাহ আরও জানিয়েছে, বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা চারটি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে দুইটি অভিযান চালিয়েছে। এ ছাড়া রাজধানী সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্বক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।