অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:০৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। শনিবার ইওলের অভিশংসন চেয়ে পার্লামেন্টে আয়োজিত ভোটে সংখ্যাগরিষ্ঠ অংশ অভিশংসনের পক্ষে সমর্থন দিয়েছে। একে ‘জনগণের জয়’ হিসেবে অভিহিত করেছে বিরোধীরা।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে ইউন সুক ইওলের অভিশংসনের দাবি ওঠে। তাঁকে অভিশংসনের জন্য প্রথম দফার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ বিকেলে দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটি হয়।
৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন প্রেসিডেন্টকে অভিশংসিত করার পক্ষে ভোট দেন। ৮৫ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনজন ভোটদানে বিরত থাকেন। আটটি ভোট বাতিল হয়ে যায়।
অভিশংসনের পর প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে বরখাস্তও করা হয়েছে।
উন সুক ইওলকে অভিশংসন ও বরখাস্তের পর রাজপথে জনতার ঢল দেখা গেছে।