সিরিয়া নিয়ে ইসরাইল-জর্ডান গোপন বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:১২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরিয়ার রুশপন্থি ষ্বৈরাচার শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালানোর পর, দেশটিতে ব্যাপক বোমা হামলা শুরু করেছে ইসরাইলিরা। শনিবার রাতে কমপক্ষে ৬১টি ক্ষেপনাস্ত্র হামলার কথাও জানিয়েছে তারা। আলজাজিরা এই তথ্য দিয়েছে।
এক্সিও নিউজ জানায়, সিরিয়া নিয়ে গোপন বৈঠক করেছে ইসরাইল এবং জর্ডান। বাশার আল আসাদের বিরুদ্ধে সুন্নী নেতৃত্ব শক্তিশালী করতে এবং রুশ ও ইরানপন্থিদের হঠাতে তারা আলোচনা করেছে। এছাড়া সিরিয়ার গোলান মালভূমি দখলে নেয়ার পরিকল্পনাও করেছে ইসরাইল। সিরিয়ার সাথে ইসরাইল এবং জর্ডান উভয়েরই সীমান্ত রয়েছে। জর্ডান তার সীমান্ত থেকে সুন্নী নেতাদের সহায়তা করছে। অন্যদিকে সুন্নীদের আল কায়েদা অ্যাখ্যা দিয়ে হামলা জোরদার করার কথা বলছে ইসরাইল ।
এদিকে ইসরাইলের সিরিয়ার ভূমি দখল এবং হামলার নিন্দা করেছেন সিরিয়ার নতুন সুন্নী নেতা আহমেদ আল-শারা। তবে ইসরাইলের বিরুদ্ধে একটি নতুন সংঘাতের জন্য তারা প্রস্তুত নয় বলেও জানিয়েছেন।