থাইল্যান্ডে উৎসবে বোমা হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৪ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:৪৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
থাইল্যান্ডের তাক প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
শুক্রবার রাতে প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ওই উৎসবের নাম রেড ক্রস দোই লয়ফা মেলা। প্রতিবছর উমফাং এলাকায় এ মেলার আয়োজন করা হয়।