মদিনায় সোফা কারখানায় অগ্নিকান্ডে ৭ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ এএম, ১২ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:১৩ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকান্ড ঘটে। ওই রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি সেখানকার স্থানীয় পুলিশ। নিহতদের তালিকায় রয়েছেন চট্টগ্রামের দুই ভাই মিজান ও আরাফাত। তারা লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বিরপাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।
বাকিরা অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। নিহতদের লাশ শনাক্তে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
মদিনার উয়ুন থানা সূত্রে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের পরিচয় জানতে পেরেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। তাঁরা হলেন চট্টগ্রামের লোহাগাড়ার সাম্বিরপাড়া এলাকার সুলতান আহামেদের ছেলে মিজানুর রহমান ও মো. আরাফাত হোসেন মানিক, কক্সবাজারের মহেশখালীর ঘাতিভাঙ্গা এলাকার জালাল আহমেদের ছেলে ইসহাক মিয়া, একই এলাকার কবির আহমেদের ছেলে আবদুল আযিয ও আবু গফুরের ছেলে মো. রফিক উদ্দিন। সৌদির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অগ্নিকা-ে নিহত অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের পরিবার মৃত্যুজনিত ক্ষতিপূরণ (ওয়ার্কম্যান কম্পেনসেশান) পাবেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।