সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে গুতেরেসের আহ্বান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৫৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদম মাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল অস্বীকার করা অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অভ্যুত্থানের নেতাদের বুঝিয়ে দিতে হবে এটা কোনোভাবেই দেশ শাসনের উপায় নয়, এভাবে সামনের দিকে এগোনো যায় না।’
এর আগে গত সোমবার ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়।
রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। অং সান সু চির সরকারকে উচ্ছেদ করা অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে। তবে সেই প্রস্তাব আটকে দিয়েছে চীন। অভ্যুত্থানের পর আটক হওয়া অং সান সু চির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে। অভ্যুত্থানের পর থেকেই সু চি কিংবা উৎখাত হওয়া প্রেসিডেন্ট উইন মিয়ান্টের কোনো বক্তব্য শোনা যায়নি।
এমন অবস্থায় মিয়ানমারে সাংবিধানিক ধারাবাহিকতা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এই ইস্যুতে নিরাপত্তা পরিষদ ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘মিয়ানমারের এই অভ্যুত্থান ব্যর্থ করতে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সব পক্ষকে সচল করতে আমরা সব কিছুই করবো।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘নির্বাচনের ফলাফল এবং জনগণের আকাঙ্ক্ষা বদলে দেওয়া চরম অগ্রহণযোগ্য। আশা করি মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝানো সম্ভব হবে যে এটা দেশ শাসনের পদ্ধতি নয় আর এইভাবে সামনে এগোনো যায় না।’