স্পেনে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১০ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
স্পেনের পালমা দে মাইয়রকা শহরে ৪৪ বছর বয়সী লিটন আরিফুজ্জামান ভুইয়া নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ
স্পেনের জাতীয় দৈনিক উলতিমা ওরা (Ultima Hora)এর ১৬/০১/২০২১ তাং এর পত্রিকার মাধ্যমে জানা যায়, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার প্রলোভন দিয়ে বিনা পারিশ্রমিকে লোকজনকে কাজে রেখে মানষিক নির্যাতন করতেন। অবৈধ বসবাসকারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কাজে রেখে ঘন্টা ১ইউরো হতে ২ ইউরো হিসেবে বেতন দিতেন ,অনেক জনকে কাজের বেতন পরিশোধ করতেন না । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে ১৫ই জানুয়ারী তাকে গ্রেফতার করা হয়। এতে মাইয়রকাতে বসবাসরত, এমনকি স্পেনে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটি মারাত্মক ইমেজ সংকটে পড়ছে । খোঁজ নিয়ে জানা যায় লিটন বহুদিন থেকে অবৈধ ব্যাবসা সহ স্পেন সরকারকে কর ফাঁকি দিয়ে আসছেন। আরো জানা যায় যে লিটন একজন মানব প্রাচারকারী। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধ ভাবে স্পেনে লোক নিয়ে আসতেন। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বৈধ করার কথা বলে নিতেন এবং টাকা আত্মসাত করতেন।
জানা গেছে, ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা লিটন আরিফুজ্জামান ভুইয়া পিতা মৃত মনু মেম্বার দীর্ঘদিন ধরে স্পেনে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। মাইয়রকাতে বসবাসরত বাংলাদেশীরা লিটনের এমন কর্মকান্ডে চরম অস্বস্তিতে আছেন।