যথাযথ মর্যাদায় লন্ডনে তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ এএম, ৭ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০১:২১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
খুলনা বিভাগের কৃতি সন্তান প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য জননেতা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় যুক্ত্ররাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক বলেন তরিকুল ইসলাম যশোর তথা খুলনা বিভাগের একজন সফল প্রথিতযশা রাজনীতিবিদ এবং একজন খাঁটি জাতীয়তাবাদী দেশপ্রেমিক ছিলেন।একজন খাঁটি দেশ প্রেমিক জাতীয়তাবাদী নেতা হিসাবে বাংলাদেশী জাতীয়তাবাদের আর্দশের প্রতীক জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি আমৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ছিলেন। দক্ষিণবঙ্গের এই কৃতীসন্তান আজীবন যেমন মানুষের কল্যাণে কাজ করে গেছেন তার প্রতিদান স্বরূপ আল্লাহ তায়ালা যেন উনাকে বেহেস্ত নসিব করেন।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম। দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
তরিকুল ইসলাম স্মৃতি সংসদের আহবায়ক পারভেজ মল্লিকের সার্বিক তত্ত্বাবধায়নে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটি এর নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্ত্ররাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি, মুজিবুর রহমান মুজিব সহ-সভাপতি, গোলাম রাব্বানী সহ-সভাপতি, শামসুর রহমান মাহাতাব আহমেদ, ডঃ মুজিবুর রহমান দপ্তর সম্পাদক, সেলিম আহমেদ সহ দপ্তর সম্পাদক, রহিম উদ্দিন সভাপতি যুক্তরাজ্য যুবদল, আফজাল হোসেন সাধারণ সম্পাদক যুবদল, নাসির উদ্দিন আহমেদ শাহিন সভাপতি স্বেচ্ছাসেবক দল, মোঃ আমিনুল ইসলাম মানিক যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম স্মৃতি সংসদ, ব্যারিস্টার এফতেখার হাসানুজ্জামান রনি যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক শেখ নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ তুহিন মোল্লা,যুগ্ন আহবায়ক, মোহাম্মদ আশিকুজ্জামান, যুগ্ন আহবায়ক মারুফ গিয়াস বাপ্পি সহ সাবেক ছাত্রদল সভাপতি কেরানীগঞ্জ কলেজ,মোঃ আনিসুল হক, অনলাইন এক্টিভিস্ট শামীম খান, সাবেক ছাত্র নেতা জনি। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডঃ খন্দকার ফরিদ আহমেদ, বাপ্পি, সাংবাদিক মাসুদ, মোঃ ফারুক হাসান, রবিউল আলম, মোঃ পারভেজ মিয়া সুজা, তামিম আল আদনান মাহি, ও জাহাঙ্গীর আলম প্রমুখ।