যুক্তরাজ্যে গুলিতে ছয়জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:০৫ পিএম, ১৩ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৩৬ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
যুক্তরাজ্যের ডেভনের বন্দরনগরী প্লিমাউথে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হন। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পর শহরটির কেইহ্যাম এলাকার বিডিক ড্রাইভ সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী পথচারীদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। পরে, পুলিশের গুলিতে মারা যান সন্দেহভাজন বন্দুকধারীও। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে বলে জানা গেছে।
সেখানকার আইনপ্রণেতা লুক পোলার্ড জানিয়েছেন, যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে এবং আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাটিকে ‘ভয়ংকর অবর্ণনীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
ডেভন ও কর্নওয়াল পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুজন নারী ও তিনজন পুরুষ মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর এক নারী মারা যান।