চাল-চিনি-সয়াবিন তেলসহ সব নিত্যপণ্যের দাম চড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ এএম, ১১ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:১৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
খোলা সয়াবিন তেলের দাম আবারও কেজিতে বেড়েছে ৪-৫ টাকা। সরকারের বেঁধে দেয়া দামে লোকসান হওয়ায় রাজধানীর পাইকারি বাজারে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন অনেক দোকানি।
বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল দোকান ও মানভেদে বিক্রি হচ্ছে ১৪১-১৪২ টাকা কেজি। নিম্নমানের পামওয়েলের দামও বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫-১৩৬ টাকা কেজি। বাড়তি চিনির দামও।
বিক্রেতারা বলছেন, চিনি পাইকারিতে কেনাই আছে ৭৪-৭৫ টাকা কেজি। সরকার বেঁধে দেয়া দামে বিক্রি করলে গুনতে হয় লোকসান। তাই বিক্রিই বন্ধ রেখেছেন অনেকে। অনেকে আবার ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ভয়ে দোকানের মজুত ফাঁকা করছেন লোকসানে। দাম বেড়েছে আমদানি করা মসুর ডালের। পাইকারিতেই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। এছাড়া আগে থেকেই চড়া আটা ও ময়দার দামও।
এদিকে সপ্তাহ দুয়েক আগে সরকারের আমদানির অনুমতির খবরে চালের দাম কিছু কমলেও তা আবারও বেড়েছে।
বিক্রেতারা জানান, পাইকারিতেই চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। বাজারে মিনিকেট ৫৮-৫৯, নাজিরশাইল মানভেদে ৬২-৬৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাইকারিতে বিআর আটাশ বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকা কেজি। আর মোটা স্বর্ণা চালের দাম ৪৬ টাকা।
এদিকে বাজারে নিত্যপণ্যের এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতা উভয়ই।