সাভারে ১৯২ শ্রমিক ছাঁটাই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১৩ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৪:১৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের ভরারী এলাকায় ভারটেক্স আরএমজি ডিভিশন ফ্যাক্টরির ১৯২ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। গত কয়েকদিনের শ্রম অসন্তোষে সক্রিয় ভ‚মিকা রাখায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
আজ শুক্রবার সকালে এক নোটিশের মাধ্যমে ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়।
জানা যায়, কয়েকদিনের শ্রম অসন্তোষে সক্রিয় ভ‚মিকা পালন করেছেন ওই শ্রমিকরা। এরই জেরে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নোটিশের মাধ্যমে ওই ফ্যাক্টরির ১৯২ শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত পাওনাদি পরবর্তীতে (তারিখ ধার্য সাপেক্ষে) পরিশোধ করা হবে। শিল্প পুলিশ, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমন্বয় করা হয়েছে।