দৈনিক দিনকালের পাশে ঝুকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:৫৯ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় দৈনিক দিনকাল কার্যালয়ের দেয়াল ঘেষে সরকারি সড়কের ওপর ছাত্রলীগ-যুবলীগের অবৈধ দোকানে ঝুকিপূর্ণ গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করা হচ্ছে। এতে যেকোনো সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ফলে দৈনিক দিনকালের একতলা ভবনটি ধ্বংসের পাশাপাশি সাংবাদিক ও সংবাদ কর্মীদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দৈনিক দিনকালের পাশের সড়কে পলাতক স্বৈরাচার হাসিনার আমলে অবৈধভাবে দখল করে দোকানঘরটি নির্মাণ করা হয়। কার্যালয়ে পেছনে অবৈধভাবে গড়ে উঠা দোকানে কোনোরকম নিরাপত্তা ব্যবস্থ্যা ছাড়াই মজুদ করা হচ্ছে অক্সিজেনসহ দাহ্য গ্যাসের পুরানো সিলিন্ডার।
সরজমিনে দেখা যায় গ্যাস সিলিন্ডার মজুদের জন্য পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার কিছুই নেই গোডাউনটিতে, এমনকি নেই বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতিও নেই। দোকান বা গোডাউনের ব্যানারে দেখা যায় অতশী এন্টারপ্রাইসের নাম, যেখানে পুরাতন মালামাল ক্রয় বিক্রয় ও সরবরাহের কথা বলা হয়েছে। পরিবহন এবং মজুদের বিন্দুমাত্র নিয়ম না মেনেই কাজ করা হচ্ছে। দিনকাল থেকে ছবি তুলতে গেলে গোডাউন কর্মীদের বাঁধার মুখে পরেন দিনকালের সাংবাদিক। তবে দোকান মালিককে খুঁজে পাওয়া যায়নি।
নাম না প্রকাশের শর্তে মার্কেট কমিটির একজন জানান, আপত্তি করা হলেও এব্যাপারে কিছুই করা যায়নি। তবে এমন জায়গায় এই ধরণের দোকান বা গোডাউন ঝুঁকিপূর্ণ, যে কোন মূহুর্তে বড়রকম দূর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয়দের অভিযোগ অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রভাব খাঁটিয়ে গোডাউনটি গড়ে তুলেছিলো ছাত্রলীগ, যুবলীগ নেতারা।
এবিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, তারা খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন। দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।