বিডিআর হত্যাকান্ডের তদন্তে দেশি-বিদেশি চক্রান্তের তথ্য ছিল না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:৪০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিডিআর হত্যাকান্ডের পর যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের তদন্তে দেশি-বিদেশি চক্রান্তের কোনো প্রতিবেদন ছিল না বলে জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।
২৪ ডিসেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। কমিশন সভাপতি জানান, বিডিআর হত্যাকান্ডের ঘটনাটি নিয়ে পূর্ববর্তী তদন্তের পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে শেখ হাসিনাসহ অন্যদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হবে।
এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান করা হয়েছে বিজিবির (তৎকালীন বিডিআর) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে। তার সঙ্গে আরও থাকবেন সামরিক বাহিনীর দুজন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।