পূর্বাচলে শেখ হাসিনা ও রেহানার নামে প্লট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:১৯ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
পূর্বাচলে ৬০ কাটার সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের ছয় জনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আক্তার হোসেন বলেন, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজের জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেজওয়ান সিদ্দিকী ববি, ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২৭ নং সেক্টরে কূটনৈতিক জনে ২০৩ নং রোডে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬ টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।