কোন কোন মন্ত্রণালয়-দফতরের নথিপত্র পুড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:১৯ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সচিবালয়ে আগুন লাগা ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। এরমধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও নাহিদ ইসলামের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের নথিপত্রগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।
এ ভবনের ৮ তলা ও ৯ তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়- যা স্বৈরাচার শেখ হাসিনার আমলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আওতাধীন ছিল। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও ছিল, সাততলাজুড়ে ও আটতলার কিছু অংশে। আওয়ামী সরকারের আমলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোঃ তাজুল ইসলাম, সরকার পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি তারও। এই মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদের আরেক দফতর ছয়তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। হাসিনা সরকার আমলে যা ছিল নাজমুল হাসান পাপনের অধীনে। তবে কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা নেই কারও।
অন্যদিকে ৮ তলায় আরো রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যা হাসিনা সরকারের আমলে ছিল জুনাইদ আহমেদ পলকের অধীনে। তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে, সরকার পতনের কয়েকদিনের মাথায় ধরা পড়েন পলক, বর্তমানে রয়েছেন কারাগারে। বর্তমানে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম।
সচিবালয়ের ৮ তলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হলো অর্থ মন্ত্রণালয়। হাসিনার আমলে আবুল মাল আব্দুল মুহিদ, আবুল হাসান মাহমুদ আলী, আ হ ম মোস্তফা কামাল ছিলেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে। বর্তমানে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন সালেহউদ্দিন আহমেদ।
সচিবালয়ের এই ভবনের ৫ তলা ও ৬ তলায় আরও রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ভবনের পাঁচতলায় পুড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। ৪ তলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে।