দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত- ২৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৪ পিএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:০২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। আগের দিনের চেয়ে ৬ জন বেড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৭০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৬ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৯৯ জন এবং নারী ১০ হাজার ৭১ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।