দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত- ২৬৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ পিএম, ২২ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:০২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনায় একদিনে শনাক্তের হার ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৫৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৯৩ জন এবং নারী ১০ হাজার ৬২ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন। তাদের সকলেই সরকারি হাসপাতালে মারা গেছেন।