বানিয়াচংয়ে ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যা, আদালতে ঘাতক মামির দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৪০ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ মাস বয়সী ঘুমন্ত শিশু মোহাম্মদ আলীকে পুকুরের পানিতে ফেলে হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করেছে ঘাতক মামি তুলনা বেগম।
গতকাল শনিবার (২৯ মে) সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তিনি।
ঘাতক তুলনা বেগম বানিয়াচংয়ের বড়সড়ক এলাকার আল আমিনের স্ত্রী। আদালতের বরাত দিয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার সকালে তিন মাস বয়সী শিশু মোহাম্মদ আলীকে বিছানায় রেখে তার মাসহ পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির পাশের একটি ঘরে যায়।
এ সময় ঘরে ফিরে তার সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে শিশু মোহাম্মদ আলীর মরদেহ। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরের দিন শুক্রবার মোহাম্মদ আলীর বাবা আবু ছালেহ মিয়া বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় শিশুটিকে ঘরের বিছানা থেকে তুলে নিয়ে কেউ হত্যার পর পুকুরে ফেলে রাখে। মামলা দায়েরের পরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে পুলিশ তুলনা বেগমকে আটক করে।
বানিয়াচং থানার ওসি জানান, আদালতে সে নিজে তার দোষ স্বীকার করেছে। শিশু মোহাম্মদ আলীর পরিবারের প্রতি প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে। ঘাতক তুলনা বেগম নিহত মোহাম্মদ আলীর সম্পর্কে মামি হয়।