আলফাডাঙ্গায় মোবাইল গেমসে আসক্ত স্কুল, কলেজের ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২১ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ০১:৪১ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
মহামারী করোনায় বিশ্ব যখন আতঙ্কিত, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ছেলে মেয়েরা পাঠ্য বই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে এ সময় মা বাবার চোখকে ফাঁকি দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছে স্কুল ও কলেজ গামী ছাত্র ছাত্রীরা।
বিকাল হলেই দেখা যায় উপজেলার বাজার মধুমতি নদীরক্ষা বাঁধ সংলগ্ন সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ এর বাড়ির উত্তর পাশ থেকে শুরু করে বুড়াইচ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লার বাড়ির পিছন এবং বুড়াইচ ইউনয়ন আ.লীগের সভাপতি আমির হোসেন এর বাড়ির সামনে পর্যন্ত খন্ড খন্ড ভাবে গোলকার হয়ে আড্ডা জমিয়ে মোবাইল গেমসে মত্ত থাকে ওরা।
কেউ ডাকলেও ডাকের সাঁড়া মেলেনা। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ওদেরকে ব্যাস্ত থাকতে দেখা গেছে।
অনেক অবিভাবক জানান স্কুল কলেজ বন্ধ হওয়ার পর থেকে ছেলেরা সময় মত খাবার খায় না, পড়াশুনা করে না, তাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন দিকালকে বলেন অবিভাবকদের কঠোর হতে হবে এবং ছেলেদের দিকে খেয়াল রাখতে হবে।