পানি খাওয়ার বাহানায় গভীর রাতে ঘরে ঢুকে কুপিয়ে টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ২৮ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৪৪ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মোড়লকান্দি গ্রামের রতন বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত রতন বেপারী পেশায় একজন ভ্যানচালক।
আজ বৃহস্পতিবার রাত চার টার দিকে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মোড়লকান্দি গ্রামের সুরুজ বেপারীর ছেলে রতন বেপারীকে পানি খাওয়ার কথা বলে ডেকে তুলে ৩/৪ জন অজ্ঞাতনামা লোক। পরে একজনের পানি খাওয়ার সময় অন্য আরেকজন ঘরে ঢুকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় রতন তাদের একজনকে জাপটে ধরলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একটি পুরানো মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে আহত রতন বেপারী বলেন, আমি অনেক কষ্ট করে জমি কেনার জন্য ৬৫ হাজার টাকা জোগাড় করেছিলাম। আমাকে জখম করেছে। সেই টাকা নিয়ে গেছে। আমি এর বিচার চাই।
শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। আমরা ঘটনাটি ক্ষতিয়ে দেখছি।