তালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ এএম, ২৮ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৫৫ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সাতক্ষীরার তালায় বালিয়ায় টিআরএম বাঁধ ভেঙ্গে প্লাবীত ক্ষতি গ্রস্থ পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় বালিয়া গ্রামে ২১টি অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল- হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু প্রমূখ।
উপজেলা প্রশাসনের বিতরণ করা প্রতি প্যাকেটে ছিল-১০ কেজি চাল,১কেজি ডাল, ১কেজি বলণ,১ কেজি সয়াবিন তৈল,২কেজি আলু ও সাবান। ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার তালায় অস্বাভাবিক কপোতাক্ষ নদের পানি বৃদ্ধি পেয়ে বুধবার দুপুরে বালিয়া বেইলী ব্রীজের ভেড়ী বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবীত হয়।