চাঁদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার ২ লাখ ইট তুলে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮ এএম, ২১ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৩:৫০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চাঁদপুরের মতলব উত্তরে হেরিংবন রাস্তার ইট খুলে নিয়েছেন ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন। বারহাতিয়া গ্রামে এ ঘটনায় স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারহাতিয়া মেইন রোড হতে গ্রামের ভেতর দিয়ে কাঁঠালবাগান পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক থেকে ইট খুলে নিয়েছে একদল লোক। গ্রামবাসী জানান, গত কয়েক দিন ধরে ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর লোকজন এসে ইট খুলে নিচ্ছে। গ্রামবাসী জানতে চাইলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলে তারা।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাজী বলেন, ইটের বিষয়ে চেয়ারম্যান আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি এই রাস্তার ইট চেয়ারম্যান ও তার লোকজন তুলে নিয়ে গেছে। একপর্যায়ে গিয়ে দেখি ইউনিয়ন পরিষদের সামনে কিছু ইট রাখা আছে। স্থানীয় এলাকাবাসী বলেন, সরকারি রাস্তা থেকে চেয়ারম্যানের লোকজন দুই লাখ ইট খুলে নিয়ে যাচ্ছে। আমরা এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলে আমরা কিছু জানি না, আজমল চেয়ারম্যান ইট খুলে নিয়ে যেতে বলছে। ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘আমি ইটগুলো নিয়ে আসছি আমার ইউনিয়নের অন্যান্য রাস্তায় কাজে লাগানোর জন্য। যেহেতু ওই রাস্তাটি এলজিইডির আন্ডারে চলে গেছে তাই ইটগুলো তুলে ইউনিয়ন পরিষদের অন্য কাঁচা রাস্তাগুলোতে ব্যবহার করছি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব বলেন, এ ব্যাপারে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। রাস্তার ইট নেয়াতো দূরে থাক, হাত দেয়ার ক্ষমতাও কারও নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাস বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। আমরা তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেব। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।